
জেলা প্রশাসন বান্দরবান জেলার উদ্যোগে ২০ ও ২১ নভেম্বর-২০২২,০২ (দুই) দিনব্যপী সকাল ০৯ টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২” আয়োজন করা হয়েছে।উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে।উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার (আইসিটি শাখা) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।সোমবার (১৪ নভেম্বর) তিনি একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।সংবাদটি জনস্বার্থ বিবেচনায় প্রকাশ করলো ২০১৫ সালে বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর স্থানীয় অনলাইন দৈনিক বিবেচনায় (লোকাল ইনোভেশন-২০১৫/-এটুআই) হিসেবে পুরষ্কৃত সিএইচটি টাইমস ডটকম।