

মোঃজিহানুর রহমান চৌধুরী (স্টাফ রিপোর্টার) চট্রগ্রামঃ-সাতকানিয়া-লোহাগাড়া’র কওমী ও আলিয়া মাদ্রাসায় এমপি নদভী’র পক্ষ থেকে ৬৪ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তন করেছেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।গত ২৭ মে সন্ধ্যায় চট্টগ্রামস্থ নদভী প্যালেসে কনফারেন্স হলে সাতকানিয়া-লোহাগাড়া’র কওমী ও আলিয়া মাদ্রাসাকে ৬৪ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এ চেক হস্থান্তর করা হয়।সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেস উদ্দিন জাকের, একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনোয়ার হাবিব হেলাল,লোহাগাড়া আওয়ামীলীগ নেতা গনি সম্রাট, আব্দুল জব্বার,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমাজ সেবা বিভাগের পরিচালক এম ইব্রাহিম কবির, সাতকানিয়া যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জিহানুর রহমান প্রমুখ।