

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ অনাদির রঞ্জন বড়ুয়া সঞ্চালনায় গত শুক্রবার (২৫ মে) সকাল সাড়ে ১০টা উপজেলা পরিষদের মিলনায়তনে মাতৃত্বকালীন স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করনে পরিবার পরিকল্পনা বিভাগের সকল শ্রেণীর কর্মচারী ও কর্মকর্তাদের অংশ গ্রহনের দিন ব্যাপী কর্মশালায় বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু মারমা সভাপতিত্ব করেন।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতি সংঘ জনসংখ্যা তহবিল প্রতিনিধি বান্দরবান জেলা নিয়োজিত ধনরঞ্জন ত্রিপুরা,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক (এমসিএইচ)ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফাহমিদা সুলতানা,সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,থানচি কলেজের অধ্যক্ষ ধমিনি ত্রিপুরা,মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত সহকারি অফিসার নিজাম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন ।