সিএইচটি নিউজ ডেস্কঃ-আগামী দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ দলের নতুন কোচ নিয়োগ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের পরামর্শক গ্যারি কারস্টেন।ভারতের কোচ হিসেবে বিশ্বকাপ জেতা এই কোচ তার বাংলাদেশ সফরের তৃতীয় দিনে সংবাদমাধ্যমের সাথে আলাপ করেন। এ সময়ই তিনি এমন অভিমত ব্যক্ত করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে কারস্টেন জানান,টাইগারদের কোচ খুঁজতে তিনি নজর রাখছেন অতীতের বিষয়গুলোর উপর।আর এ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পেরেছেন বলেও বিশ্বাস তার।কারস্টেন বলেন-‘বাংলাদেশ দলের হয়ে অতীতে অনেকেই ভালো কাজ করেছেন। কোচ খুঁজে বের করতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে, অতীতে বাংলাদেশ দলের কাজে এসেছে কোন বিষয়গুলো।আমি জানতে চাচ্ছি, অতীতে কোন বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশি কাজে লেগেছে।সব মিলিয়ে আমি মনে করি এ ব্যাপারে একটা ভালো ধারণা পেয়েছি।’
কারস্টেনের প্রত্যাশা, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কোচের সন্ধান দিতে পারবেন তিনি। আর একেই নিজের প্রধান কাজ হিসেবে দেখছেন ৫০ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব-‘এখন আমার কাজ বাংলাদেশ দলের জন্য উপযুক্ত একজনকে খুঁজে বের করা, যিনি দলের কাজে ভালোভাবেই লাগতে পারেন। অনেক দিন ধরেই তো বাংলাদেশের একজন হেডকোচ নেই। আমি আশা করি দুই সপ্তাহের মধ্যে আমি বোর্ডের সামনে কাউকে নিয়ে আসতে পারব।’ কারস্টেন আরও জানান, বাংলাদেশ দলে স্থিতিশীলতা নিয়ে আসতে চান তিনি। বাংলাদেশকে সম্ভাবনাময় দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দলই ভিন্ন।প্রতিটি দলের চ্যালেঞ্জগুলোও ভিন্ন।বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দল। বাংলাদেশ ক্রিকেট দুনিয়ার বড় বড় দলগুলোর বিপক্ষে সাফল্য পেয়েছে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। তরুণেরা উঠে আসছে। আমি এই দলটার মধ্যেই এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসতে চাই। সেই সঙ্গে নিশ্চিত করতে চাই এই দলের জন্য সব ধরনের অবকাঠামোগত সুবিধা ঠিকঠাক আছে।’