

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানে জেলা প্রশাসকের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (১৯ মে) সন্ধ্যায় জেলা প্রশাসকের বাস ভবন প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (পিএসসি),পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,বোমাং রাজা ইঞ্জিনিয়র উ স প্রু,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, বিশিষ্ট ব্যবসায়ি উজ্জল কান্তি দাশ,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিমল কান্তি দাশ।
এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃগিয়াস উদ্দীন মাস্টার,বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুল আলম,বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃসিরাজুল ইসলাম,বান্দরবান মুদি দোকান মালিক সমিতির সভাপতি হাজ্বী মোহাম্মদ আলী,সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এতে ব্যবসায়ী প্রতিনিধিগণ ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।এ সময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাসটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ।এই মাসে মানুষের যাতে কোনরকম ভোগান্তি পোহাতে না হয়,সেজন্য সকলকে আন্তরিক থাকতে হবে।জনসাধারণ যাতে সেহেরি ও ইফতারের সময় বিদ্যুতের অভাবে কষ্ট না পায় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।পরে জেলা প্রশাসক উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।