আজিজ নগরে জলখেলি উৎসব উদযাপিত


প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০১৭ ৬:২৭ : অপরাহ্ণ 563 Views

মোঃ সেলিম উদ্দিন, স্টাফ রিপোটারঃ-বান্দরবানে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই’কে ঘিরে জলখেলী উৎসবে মেতেছে তরুন-তরুণীরা। আজ সোমবার বিকাল ৩ টায় স্থানীয় হেডম্যান পাড়ায় জলখেলী বা মৈত্রী পানি বর্ষণ উৎসব জলখেলী উৎসবের পালিত হয়।আকর্ষণীয় দিক হচ্ছে-পানি খেলা (মৈত্রী পানি বর্ষণ) খেলায় বিবাহিতরা অংশ নিতে পারে না। মারমা তরুন-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভাবের আদান প্রদান করে।এই উৎসবের মাধ্যমে পাহাড়ী তরুন-তরুণীরা সর্ম্পকের সেতু বন্ধন তৈরি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।জলখেলী উৎসবে ছোট-বড় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে:পানি খেলায় মেতে উঠেছিল মারমা তরুন-তরুণীরা।আশেপাশের শত শত পাহাড়ী নারী-পুরুষ পর্যটকরা ভীড় জমায় জলখেলী উৎসব দেখতে।পুরাতন বর্ষকে বিদায় আর নতুন বর্ষকে বরণ করার এই উৎসবকে মারমা সম্প্রদায় প্রধান সামাজিক উৎসব হিসেবে পালন করে আসছে যুগযুগ ধরে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!