সিএইচটি নিউজ ডেস্কঃ-জিয়া এতিমখানা মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না বেগম খালেদা জিয়া।মুক্তি পেতে হলে বেগম জিয়াকে আরও অন্তত তিনটি মামলায় জামিন পেতে হবে। কুমিল্লায় দুটি নাশকতা মামলা এবং ঢাকায় একটি সন্ত্রাস মামলায় ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা শ্যোন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে।কুমিল্লার মামলার জামিনের চেষ্টা করলেও বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জামিন নিতে পারেননি।
অবশ্য বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন,অন্য মামলাগুলোতে আমরা দ্রুত জামিন নেওয়ার চেষ্টা করবো,আশা করি খুব শিগগিরই বেগম জিয়াকে আমরা মুক্ত করতে পারবো।’
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আমরা অন্যান্য মামলাতেও বেগম জিয়ার জামিনের চেষ্টা নিচ্ছি।তাঁকে মুক্ত করাই আমাদের প্রধান কাজ।