

সিএইচটি নিউজ ডেস্কঃ-চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার নলুয়া ইউনিয়নে খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।সোমবার দুপুরের দিকে নলুয়া ইউনিয়নের ডাঙ্গা এলাকার শাহজাহান কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের কবির স্টিল রি-রোলিং মিলের ব্যবস্থাপনা পরিচালক।চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সুত্রে জানা যায়,প্রতিবছরের মতো কবির স্টিল মিলস (কেএসআরএম) কর্তৃপক্ষ সোমবার ইউনিয়নে খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী বিতরণ করছিল।এসব ইফতার সামগ্রী নিতে আসারা হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হন।এতে ঘটনাস্থলেই ৯ নারীর মৃত্যু হয়। আহত ৫০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এসপি নূরে আলম মিনা।এদিকে সোমবার সন্ধ্যায় কেডিএস গ্রুপের আগ্রাবাদস্থ প্রধান কার্যালয়ে একটি জরুরী সংবাদ সম্মেলন করে কেডিএস।নিহত প্রত্যেক এর পরিবার শিল্প গ্রুপটির পক্ষ থেকে নগদ তিন লক্ষ টাকা ও পরিবারের একজন কর্মক্ষম সদস্য কে কোম্পানি তে চাকুরি দেয়ার ঘোষণা করে কেডিএস গ্রুপ।