

সিএইচটি নিউজ ডেস্কঃ-স্বর্ন জয়ের লক্ষে লড়বে পার্বত্য বান্দরবানের জুডো ও কারাতে ফাইটাররা।আর সেই লক্ষ্য সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন ক্যাম্প।গতকাল বৃহস্পতিবার রাতে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউড হল প্রঙ্গনে বান্দরবান কারাতে ক্লাবের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ২ দিন ব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারান সম্পাদক (সেনসি) ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।মার্শাল আর্ট স্টারস একাডেমী (সেনিস) সামশুর আলম ভুইয়ার সভাপতিত্বে এই সময় আরো অতিথি ছিলেন লামা মহা মুনি শিশু সদন এর কারাতে ও জুডো কোর্চ (সেনসি) জ উ প্রু,সিংমং,হ্লাশৈমং, উক্যহ্লা সহ কারাতে প্রশিক্ষনে অংশ গ্রহনকারী সকল জুডো ও কারাতে শিক্ষার্থীবৃন্দ।আজ সন্ধ্যায় কারাতে ও জুডো প্রদশর্নীর মাধ্যমে প্রশিক্ষন ক্যাম্পের সমাপ্তি হবে।