নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ


প্রকাশের সময় :১১ মে, ২০১৮ ৮:৩০ : অপরাহ্ণ 739 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানে ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এর আয়োজনে শুক্রবার সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবৃুর রহমানের অসমাপ্ত আতœজীবনী’বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদেও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এর নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,বান্দরবান সোন রিজিয়ন এর জি-২ মেজর মাহফুজুল হক,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লপিক্ষপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ।৬৬ জন মুক্তিযোদ্ধা সহ প্রায় ৫শতাধিক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবক গণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,এই আয়োজন একটি মহৎ আয়োজন,এটা এক ধরনের মানব সেবা,অনেক দরিদ্র পরিবার আছে তাদের আদরের ছেলে মেয়েদের নতুন স্কুল সামগ্রী কিনে দেওয়ার স্বাদ থাকলেও তাদের সামর্থের অভাবে সেটা কিনে দিতে পারে না।সেই অভাবটাকে আজ ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) পুরুণ করলো।ছাত্র-ছাত্রীরা এই নতুন শিক্ষা নিয়ে আরো বেশী উৎসাহ নিয়ে বিদ্যালয়ে লেখা পড়া করবে,আজকের শিশু আগামী দিনের রাষ্ট্র নায়ক। তিনি মুক্তিযোদ্ধাদেও উদ্যেশ্যে বলেন মুক্তিযোদ্ধারা হল দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যথাযত সম্মান প্রদাণ করা আমাদেও নৈতিক দায়িত্ব।পরে প্রধান অতিথি ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) উত্তর উত্তর উন্নতি ও সার্বিবক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।সভাপতির বক্তব্যে বলেন,ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ চলা শুরু হয়েছে,আমরা ইতিপূর্বে আরো অনেক ভাল ভাল ও উন্নয়নমূলক সেবামূলক কাজ সফলতার সাথে করে এসেছি,আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে,মহৎ উদ্যোগ বাস্তবায়ন করার কাজে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানা।অনুষ্টানে বঙ্গবন্ধুর আতœজীবনী ১হাজার জনের মধ্যে বিনা মূল্যো বিতরণ করা হয়। এবং ৬৬জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!