

সিএইচটি নিউজ ডেস্কঃ-আলীকদমের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। বুধবার (৯ মে) বিকেলে এই ঘটনা ঘটে।তাকে প্রথমে আলীকদম সরকারী হাসপাতালে নেয়া হয়।আহত নির্মাণ শ্রমিক মো.নাজিম (২২) এর অবস্থা অত্যান্ত আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।আহত নাজিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মদনা গ্রামের ইউছুপ আলী ছেলে।আলীকদমের ক্যান্টরমেন্ট পাবলিক স্কুলের নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাহের এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ১৯৫২ না মেনে কাজ করছে এমন অভিযোগ রয়েছে।