সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-কোটা সংস্কার আন্দোলনকারীদের বিপথগামী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বড় ছেলে আশিক খান।
মঙ্গলবার (৮ মে) সকালে ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত আজকের সংবাদ সম্মেলনের সমালোচনা করতে গিয়ে তিনি একথা বলেন।ফেসবুক তিনি লিখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার স্থান।সেখানে অবশ্যই পড়াশোনার অনুকূল পরিবেশ থাকতে হবে।কিন্তু বর্তমানে লক্ষণীয় যে,কিছু বিপথগামী মেধাবী ছাত্র পড়াশোনা বাদ দিয়ে লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করার জন্য অধিক ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের উদ্দেশ্যে বলছি,আপনারা কপটতা পরিত্যাগ করে পড়ার টেবিলে চলে যান।কারণ,আপনাদের রাজনৈতিক,সামাজিক পরিচয় আজ সবার কাছে স্পষ্ট।
যেখানে মাননীয় নেত্রী তার বক্তব্যে পরিষ্কার করেছেন,সেখানে আপনারা আবার সংশয় প্রকাশ করছেন।সত্যিই!!!আপনাদের অনেক স্পর্ধা।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখুন।কারণ,নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত-চূড়ান্ত।এদিকে, স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টা পর তা সরিয়ে নেন ঢাবি ভিসিপুত্র।দুপুরের পর স্ট্যাটাসটি তার টাইমলাইনে আর দেখা যায়নি।উল্লেখ্য,কোটা সংস্কার আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের গেজেট না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।