

বান্দরবান অফিসঃ-বান্দরবান মাইক্রো-জীপ ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দের সাথে কেরাণীহাট হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) হাইচ চালক বহুমুখী সমবায় সমিতির নব-নির্বাচিত নেত্রীবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টান গতকাল বান্দরবান জীপ-কার-মাইক্রোবাস ইউনিয়নের অফিস কক্ষে এর আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান মাইক্রো-জীপ ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন,কেরাণীহাট হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) হাইচ চালক বহুমুখী সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ আক্তার হোসেন,সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, কেরাণীহাট হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) হাইচ চালক বহুমুখী সমবায় সমিতির নব-নির্বাচিত মোঃজানে আলম,সমিতির নব-নির্বাচিত অর্থ সম্পাদক মোঃনজরুল ইসলাম, সমিতির নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ নুরু,সদস্য মোঃ ইসহাক,সদস্য মোঃআকতার,সদস্য মোঃ নাছির উদ্দীন,সদস্য মোঃরাজা মিয়া,বান্দরবান জীপ-কার-মাইক্রোবাস ইউনিয়নের নেতা আক্তারুজ্জামান বাবু,মোঃআলমগীর,মোহাম্মদ আলী।এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,চালক সমিতির মোঃসোহেল বাদশা,চালক সমিতির মোঃ ফোরকান,পুলেশে র্মামা,ইমরান হোসেন বাচ্চু প্রমুখ। উলেখ্য যে গত ৭মে কেরাণীহাট হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) হাইচ চালক বহুমুখী সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিকী কার্য্যকরী পরিষদ নির্বান অনুষ্ঠিত হয়।নেত্রীবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ উত্তোর আলোচনা সভায় অন্যান্য চালকদের উদ্যেশ্যে করে বলেন, আপনারা নিয়মের বাইরে অতি জোরে গাড়ী চালাবেন না? কারণ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না,এই র্দূঘটনা হলে আপনার পরিবারের প্রায় ৪-৫জন লোক আপনার উপর র্নিভর শীল তারা আপনার উনুপস্থিতি তাদের জীবনে নেমে আসবে ভয়াবহতা। আসুন আমরা সাবধানে গাড়ী চালাই,জীবন ও সম্পাদের রক্ষা করি।