

রাঙ্গামাটি প্রতিনিধিঃ-বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা এবং শুক্রবার ব্রাশফায়ারে আরও পাঁচজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান।তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার শক্তিমান চাকমাকে হত্যা এবং শুক্রবার ব্রাশফায়ারে আরও পাঁচজনকে হত্যার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্ণিত ও গ্রেফতার করা হবে। এ দুই ঘটনায় জড়িত কাউকেই আমরা ছাড় দেবো না।’
শনিবার (৫ মে) সকালে এক ঝটিকা সফরে রাঙামাটিতে আসেন এসএম মনির উজ জামান। দুপুরে শহরের পুলিশ রেস্ট-হাউজে সাংবাদিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা জানান।
আইন-শৃঙ্খলা বাহিনী পার্বত্য অঞ্চলে বসবাসরত সব মানুষের পাশে রয়েছে জানিয়ে এসএম মনির উজ জামান বলেন, ‘পাহাড়ে শান্তি বিনষ্টকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ে শান্তি বিনষ্টকারীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।অপরাধীরা যেখানেই থাকুক,তাদের খুঁজে খুঁজে বের করা হবে।’ বৃহস্পতিবার (৩ মে) বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা শক্তিমান চাকমা। শুক্রবার (৪ মে) তার শেষকৃত্যে যাওয়ার পথে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের কেংড়াছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত হন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মাসহ আরও পাঁচজন।এতে গুলিবিদ্ধ হন আটজন।