নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল


প্রকাশের সময় :২ মে, ২০১৮ ৪:২৪ : পূর্বাহ্ণ 670 Views

বান্দরবান অফিসঃ-আজ ২ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে কাউন্সিল কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাই উদ্দীপনা সৃষ্টি হয়েছে।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ধুমঘুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান,তফশিল অনুযায়ী কাউন্সিলারদের মাধ্যমে সভাপতি-সম্পাদক পদ নির্ধারন করতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২মে বুধবার।দীর্ঘ আট বছর পর সম্মেলনকে ঘিরে পুরো উপজেলা জুড়ে কাউন্সিলার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মোট ভোটার হলো ১৮০জন।গত,১৪ এপ্রিল ছিল সম্মেলনের সভাপতি-সম্পাদক প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ।সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুজন সর্বমোট ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।তবে গত ১৮ এপ্রিল সভাপতি পদ থেকে তিন জনের মধ্যে সাবেক সভাপতি আবু তাহের কোম্পানি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জানান।বর্তমানে চার প্রার্থী হচ্ছেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্যসচিব অধ্যাপক মো. শফি উল্লাহ ছাতা প্রতীক নিয়ে,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.তারেক রহমান চেয়ার প্রতীক নিয়ে,সভাপতি পদে বর্তমান সদস্যসচিব মো. ইমরান মেম্বার প্রজাপতি প্রতীক নিয়ে এবং ডা.সিরাজুল হক চশমা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন।দলের জেলা নেতৃবৃন্দ সম্মেলনও কাউন্সিল উপলক্ষে নাইক্ষংছড়ি সফরে যাবেন বলেও জানান নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তসলিম ইকবাল চৌধুরী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!