

বান্দরবান অফিসঃ-তারেক জিয়াকে নিয়ে নেতাদের কথাবার্তা কম বলার পরামর্শ দিলেন বেগম জিয়া। গতকাল শনিবার (২৮ এপ্রিল) নাজিমউদ্দিন রোডের কারাগারে বেগম জিয়ার সঙ্গে বিএনপির তিন নেতা দেখা করতে গেলে,তিনি তাদের এই পরামর্শ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান গতকাল বিকেলে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।বিভিন্ন প্রসঙ্গে আলোচনার মধ্যে তারেক প্রসঙ্গ আসে।বেগম জিয়া বলেন, ‘রিজভীকে বকবক কমাতে বলেন।তারেক নিয়ে এত কথা বলার দরকার কি? ওকে নিয়ে বেশি কথা বললেই সরকার ওর ব্যাপারে আরও বেশি তৎপর হয়।’ কথায় কথায় তারেক প্রসঙ্গ না আনার জন্য বেগম জিয়া তিন নেতাকে নির্দেশ দেন।প্রসঙ্গত,গত এক সপ্তাহ ধরে তারেক জিয়াকে নিয়ে রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।ক্ষমতাসীন আওয়ামী লীগ তারেক জিয়ার পাসপোর্ট,নাগরিকত্ব নিয়ে তর্কে মেতেছে।বেগম জিয়া মনে করেন,এর ফলে তারেক জিয়ার সমস্যা বাড়ছে।যুক্তরাজ্যে তাঁর থাকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়াকে আশ্বস্ত করেছেন যে,তারেক নিয়ে তারা যথাসম্ভব কম কথা বলবেন।