

বান্দরবান অফিসঃ-আজ বুদ্ধ পূর্ণিমা।বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতিবিজরিত দিন। এদিনেই গৌতম বুদ্ধ জন্ম,বুদ্ধত্বলাভ এবং পরিনির্বাণ করেন।বান্দরবানে নানান আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন রাজবাড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।গুরত্বপূর্ণ সড়ক ঘুরে রাজবিহারে গিয়ে শেষ হয়।এতে বৌদ্ধ ধর্মাবলম্বীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেন।এদিকে বোমাং রাজা উচপ্রু চৌধুরীর নেতৃত্বে বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীরাও একটি শোভাযাত্রা বের করেন।পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলো সুন্দরভাবে সাজানো হয়।পরে রাজবিহারে আয়োজন করা হয় পঞ্চশীল প্রার্থনা। ধর্মদেশনা দেন ভারপ্রাপ্ত বিহারাধ্যক্ষ গুণবদ্ধন পঞ্ঞা ভিক্ষু।প্রার্থনায় বুদ্ধের অহিংস বাণী এবং সবার শান্তি কামনা করা হয়।প্রার্থনা শেষে পূণ্য লাভের অশায় বোধিবৃক্ষে জল সিঞ্চন করা হয়।বান্দরবানের অন্যান্য বৌদ্ধ মন্দিরগুলোতেও বর্ণাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে।