

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে সম্প্রীতির বর্ষবরণকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনভেনিং কমিটির আহবায়ক সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিজ্ঞ জেলা ও দায়রা জজ লা মং। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মুফিদুল আলম,ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং সহ বান্দরবানের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এসময় সম্প্রীতির বর্ষবরণকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃ গোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করে।পরে নতুন বছরের আগমনকে ঘিরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিরা।