

বান্দরবান অফিসঃ-থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দুটি উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করা হয়েছে।শুত্রুবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নের ৬৫ লাখ টাকার ব্যয়ে দুটি উন্নয়ন কাজের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো.জাকির হোসেন মজুমদার,বলিপাড়া ৩৮বিজিরি কমান্ডার লেঃ কর্ণেল হাবিবুর হোসেন পিএসসি,অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম,থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু, থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় পার্বত্য অঞ্চল আজ উন্নয়নের ভোয়ারে ভাসছে।আওয়ামীলীগ সরকারের পার্বত্য অঞ্চলে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলে সহযোগিতা প্রয়োজন।পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন মুলক কাজগুলো হচ্ছে ১৫ লক্ষ টাকা ব্যয়ের বলিপাড়া করুনা শিশু সদন অনাথালয় ভবন এবং ৫০ লক্ষ টাকা ব্যয়ের আইল মারা পাড়া বৌদ্ধ বিহারের ২য় তল ভবনের উদ্বোধন করেন।