বান্দরবানে উপজেলা চেয়ারম্যানদের সমন্বয়ে হবে জেলা বিএনপি’র কর্মী সভাঃ-(মীর মোঃনাছির উদ্দিন)


প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০১৮ ২:৩১ : পূর্বাহ্ণ 668 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের যৌথ সমন্বয়ে জেলা বিএনপির একটি কর্মী সভা আয়োজন করার নির্দেশনা প্রদান করেছেন বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সফরে বান্দরবান জেলার সাংগঠনিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী মীর মোঃনাছির উদ্দিন।গতকাল বুধবার (১৮ এপ্রিল) বিকাল তিনটায় মীর মোঃনাছির উদ্দিন এর চট্টগ্রামের চট্রেশ্বরির নিজস্ব বাসভবনে বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,জেলা ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,পৌর বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বান্দরবান জেলা বিএনপির বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে বান্দরবানের কমপক্ষে পচিঁশ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন।বক্তব্য প্রদানকালে বান্দরবানের নেতৃবৃন্দরা পূর্ববর্তী কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা না করে দুই জনের আংশিক পুনর্বাসন কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান চেয়ে মীর মোঃনাছির উদ্দিন এর নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন।নেতাকর্মীরা মীর মোঃনাছির উদ্দিন কে বান্দরবানের জেলা বিএনপির কমিটি গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গনতান্ত্রিক পদ্ধতিতে জেলা কমিটি পুনর্গঠনের জোরালো আহবান জানান।এসময় তারা দ্বার্থহীন কন্ঠে বলেন গঠনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে বা যারা বান্দরবান বিএনপিকে রাতের আধাঁরে বিক্রি করে দেয়ার মতো ষড়যন্ত্রে লিপ্ত সেসব কুচক্রি কে এখনই চিহ্নিত করতে হবে এবং থামাতে হবে নাহয় আগামীতে এইসব কুচক্রির কারণে পুনরায় বান্দরবান বিএনপি কে মাশুল গুনতে হবে।বিগত জোট শাষনামলে দলীয় কার্যালয় নির্মাণ করার জন্য কেনা জায়গা জাল দলিল দস্তাবেজ সাজিয়ে নিজ নামে করে নিয়ে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণ করে মালিক বনে যাওয়া নেত্রী কে দলীয়ভাবে শাস্তির আওতায় আনতে জোর দাবী তুলে নেতৃবৃন্দরা।এসময় বিএনপি নেতাকর্মীরা সাংগঠনিক প্রধান কে অহেতুক অন্যায়ভাবে জেলা যুবদল সভাপতি মশিউর রহমান মিটন ও জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলমের হয়রানিমুলক বহিষ্কার প্রত্যাহার করে নিতে গণ দাবী তুলেন।একপর্যায়ে সাচিং প্রু জেরী বক্তব্য প্রদানকালে ছাত্রদলের সাবেক দুই সভাপতিকে অন্যায়ভাবে দুই বছরের বেশী সময় ধরে বহিষ্কার করে রাখার কথা উল্লেখ করে অসহায়ত্ব প্রকাশ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন।পরে মীর মোঃনাছির উদ্দিন দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে আগামী ২৮ এপ্রিল বান্দরবান থেকে নির্বাচিত চার উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে জেলা বিএনপির কর্মী সম্মেলন আয়োজন করার নির্দেশ দেন।এসময় তিনি দীর্ঘদিন যাবৎ বিনা কারনে বহিষ্কারাদেশ মাথায় নিয়ে রাজপথে থাকা দুই ত্যাগী নেতা ও বান্দরবান জেলা ছাত্রদলের সোনালি অধ্যায় হিসেবে পরিচিত সাবেক দুই সভাপতি মশিউর রহমান মিটন ও জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।তিনি আরও বলেন,সাচিং প্রু জেরী যেভাবে নেতাকর্মীদের বহর নিয়ে এসেছেন এইভাবে বান্দরবান জেলা বিএনপি এক থাকলে আগামীতে বান্দরবান থেকে সাচিং প্রু জেরী এমপি নির্বাচিত হবেন তাতে কোনও সন্দেহ নাই।মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী,বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোঃওসমান গণি,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মহতুল হোসেন যত্ন,সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু মং চৌধুরী,জেলা বিএনপির সহসভাপতি আব্দুস শুক্কুর,জেলা বিএনপি সহসভাপতি নাজমুল ইসলাম চৌধুরী,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম,জেলা মহিলা দল আহবায়ক কাজী নিরুতাজ বেগম,জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক উম্মে কুলসুম লীনা,লামা উপজেলা বিএনপি নেতা আমির হোসেন,জেলা বিএনপি নেতা চিংসা প্রু কেসি,জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান ভুইয়া,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী দৌলত,জেলা ছাত্রদল সহসভাপতি জিয়া উদ্দিন জিয়া,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো,বান্দরবান পৌর বিএনপি সভাপতি নাছির চৌধুরী,পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন,রোয়াংছড়ির ভাইস চেয়ারম্যান কেসানু মার্মা,বিএনপি নেতা ইসলাম কোম্পানী,নুরুল আলম কোম্পানী,মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!