রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা কে অপসারণ


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০১৭ ১০:৫২ : অপরাহ্ণ 1579 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।উপজেলা পরিষদের সূত্রে জানা গেছে,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২ শাখা) সিনিয়র সহকারী সচিব লুৎফন নাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের নং ৪৬.০৪৫.০২৭.০৮.১০৪.২০১৬-৩২৪,বান্দরবান পার্বত্য জেলা স্মারক নং-১০৩ সূরোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার অনুস্থিতকালীন সময়ে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপজেলা পরিষদ কার্যক্রম বাস্তবায়ন বিধিমালা,২০১০ এর ধারা-১৫ অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমাকে প্যানেল চেয়ারম্যান-১, উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক এর ক্ষমতা প্রদান করেন।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২ শাখা) সিনিয়র সহকারী সচিব লুৎফন নাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের নং ৪৬.০৪৫.০২৭.০৮.১০৪.২০১৬-২৮৯ তারিখ ২২ মার্চ ২০১৭ মূলে মাধ্যমে উপজেলা পরিষদ আইন,১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ ধারায় সংশোধিত] এর ১৩ (১)(ক) ও ১৩ (১)(গ) ধারায় অসতাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উল্লেখ করে ক্যবামং মারমাকে বরখাস্ত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!