

রাজনীতি ডেস্কঃ-আসন্ন জাতীয় নির্বাচন,খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।এসময় খালেদা জিয়ার গ্রেপ্তারের পর ধ্বংসাত্মক কর্মসূচি না দেওয়া এবং রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে জনমত সৃষ্টিতে বিএনপির ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।গতকাল রোববার (৮ মার্চ) সন্ধ্যায় মির্জা ফখরুলকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।তাদের মধ্যে ৯ মিনিট কথোপকথন হয়।এসময় দেশের রাজনৈতিক এবং সার্বিক বিষয় তুলে ধরেন জাতিসংঘ মহাসচিবের কাছে। অ্যান্টোনিও গুতেরেস এসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির জন্য ফখরুলকে ধন্যবাদ জানান।টেলিফোনে আলাপকালে মির্জা ফখরুল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘের সহযোগিতা চান।খালেদা জিয়ার মামলার বিষয়ও জাতিসংঘ মহাসচিবের কাছে সংক্ষেপে তুলে ধরেন তিনি।এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।সেখানে প্রথমে তার রক্ত পরীক্ষা করানো হয়।এরপর করানো হয় এক্সরে। এরপর আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটে মূলত জাতিসংঘ মহাসচিব ফোন দিয়েছেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের ওই সদস্য জানান।