

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলা আইন-শৃংখলা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃজাকির হোসেন,এনএস আই উপ-পরিচালক মোঃশাহজাহান,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর রহমান,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সেনাবাহিনী ও বিজিবি প্রতিনিধিগণ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃজামাল উদ্দীন চৌধুরী,লামার উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু চৌধুরী,রুমার উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াই চিং মার্মা,থানছি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীষা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি সহকারী প্রকৌশলী মুজিবুল হক,মোঃখোরশেদ,জাতীয় পার্টি জেপি বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ নাসিরুল আলম,হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার,মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির সভাপতি হাজ্বী মোঃআলী সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় বান্দরবানের সকল উপজেলা নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি জুমার খুৎবার পূর্বে জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়,ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই,জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মসজিদের খতিবদের নিদের্শ প্রদান করা হয়। যানবাহন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে থানছি উপজেলায় একটি বাস টার্মিনাল এবং পর্যটকদের গাড়ী রাখার জন্য পৃথক একটি টার্মিনাল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। সভায় জেলা প্রশাসক বলেন,বান্দরবান একটি পর্যটন নগরী হিসেবে দেশে ও দেশের বাইরে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে বান্দরবান বাজারের ব্যবসায়ীদের উদ্যোশ্যে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্থ থেকে পর্যটকরা আসে,পর্যটক আসলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যাবে আপানারা পর্যটকদের কাছ বেশী লাভ না করে কম লাভে তাদের সেবা প্রদান করুন,আপনারা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করুন,আপনার কোন পর্যটের সাথে খারাপ আচরন করেন,বা তাদের কাছ থেকে খাবারের মূল্য অতিরিক্ত বা বেশী রাখেন,বা মিয়াদ উর্ত্তিণ খাবার বাজার জাত করেন,বা দোকানে অপরিস্কার রাখেন আপনাদের কাছে প্রতিনিয়ত মোবাইল কোর্ট গিয়ে জরিমানা করে আসবে।তখন আপনারা আমাদেরকে কোন দোষারুপ করতে পারবেন না।বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসাবে দেশ বিদেশে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে।সম্প্রীতির বন্ধন বিনষ্ট করার যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।