

বান্দরবান অফিসঃ-মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা লগ্নে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে,বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল ৬টা ১ মিনিটে যুবলীগের সভাপতি থোয়াইন সানু মার্মার নেতৃত্বে ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।পরে নেতাকর্মীরা বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।এতে ফাইতং যুবলীগের সভাপতি থোয়াইন সানু মার্মা,সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক চুচু মার্মাসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।