

বান্দরবান অফিসঃ-অাজ ২৬শে মার্চ বান্দরবানের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮” উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয়ে।জেলার সর্বসাধারণকে চমকে দিয়ে কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশগ্রহণ কারী সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।প্রদর্শনীতে এমন গৌরব অর্জন করায় উক্ত বিদ্যালয়ের বি.পি.এড শিক্ষক সন্তোষ কুমার দত্ত সহ অংশগ্রহণকারী সকল সম্মানিত শিক্ষক এবং প্রদর্শনী তে অংশ নিয়ে গৌরবোজ্জ্বল বিজয় ছিনিয়ে আনা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বান্দরবানের অত্যন্ত প্রাচীন এই বিদ্যালয়ের প্রতিষ্টাতা বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল কবির,বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষক মন্ডলী,অভিবাবক এবং সুয়ালক এলাকার জনসাধারণ।
এবিষয়ে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন,বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অনেক রকমের কাটখড় পুড়িয়ে সুয়ালক উচ্চ বিদ্যালয় আজকের এই অবস্থানে আসতে পেরেছে।দিনকে দিন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হচ্ছে।পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা আশাব্যঞ্জক সাফল্য লাভ করছে।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুয়ালক উচ্চ বিদ্যালয়ের পাঠদান উন্নত করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করা হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।