
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান শহরের বালাঘাটাস্থ সাংগু নদীতে গোসল করতে নেমে জয় চাক নামে দশম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার দুপুর বারোটায় বান্দরবান সদরের বালাঘাটার ভরাখালী সংলগ্ন সাংগু নদীতে গোসল করতে নামলে জয় চাক পানিতে নিখোঁজ হয়,পরে দমকল কর্মীরা বিকাল পৌনে পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করে।পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর এলাকাবাসী দমকল বাহিনীর কাছে সংবাদ পৌছাঁলে বান্দরবানের দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামে।আরো জানা যায়,নিখোঁজ জয় চাক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং তার পিতা ফেনীতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছে এবং বালাঘাটা শৈলসভা আবাসিক এলাকায় তারা বসবাস করে।এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন,চট্টগ্রাম থেকে ডুবুরীর দল বান্দরবান আসার পর এই ছাত্রের লাশ উদ্ধার করে।