সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদমের এই উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন।এসময় আলীকদম উপজেলার সদর ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দুস্থদের মধ্যে ভিজিডি কার্ড,টেউটিন ও নগদ টাকা,কৃষকদের মাঝে স্প্রে মেশিন,বিভিন্ন প্রতিষ্ঠানে সেলার ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।এর আগে সকাল ১০টায় ৯২ লক্ষ টাকা ব্যায়ে বাস্তবায়নাধীন আলীকদম সদর ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন,প্রায় কোটি টাকা ব্যয়ে মাদ্রাাসা ও ৪০লক্ষ টাকা ব্যয়ে অফিসার রেষ্ট হাউজ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নায়িরুজ্জামান,বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,উপজেলা চার ইউনিয়নের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সুুশীল সমাজের প্রতিনিধিরা।এসময় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচী গ্রহণ করেছে সরকার।এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরে এই পার্বত্য জেলার মানুষের চাহিদা মোতাবেক রাস্তাঘাট,স্কুল,কলেজ,মসজিদ-মন্দিরসহ নানা ধরণের উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে,ভবিষৎতে এই ধরনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং আওয়ামীলীগ সরকার দেশের কল্যাণে কাজ করে যাবে।