

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিজের বন্দুক দিয়ে তুষার কান্তি দে (২৬) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।শুক্রবার সকালে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম তদন্ত কেন্দ্রের ব্যরাক থেকে তার লাশ উদ্ধার করা হয়।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.এরশাদ উল্লাহ জানান, বেলা সোয়া সোয়া ১১টার দিকে পুলিশ ব্যরাকে হঠাৎ গুলির শব্দ পেয়ে তিনিসহ অন্যরা ছুটে যান।সেখানে গিয়ে দেখেন,মাথায় রাইফেল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন তুষার কান্তি।তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি।খবর পেয়ে কক্সবাজার ও বান্দরবান থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।