ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবানের বার্ষিক মাহফিল শনিবার


প্রকাশের সময় :৩১ মার্চ, ২০১৭ ৪:১৪ : পূর্বাহ্ণ 4090 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) বান্দরবান এর বার্ষিক মাহফিল’২০১৭ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইসলামী শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটি।আগামী ০১ এপ্রিল রোজ শনিবার উক্ত মাহফিল এর আয়োজন করা হয়েছে।বার্ষিক মাহফিল উপলক্ষে বান্দরবানের সর্ববৃহৎ এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে।দেশ বরেণ্য আলেম শীর্ষ ধর্মীয় নেতা আল্লামা শাহ্ আহমদ শফি’র আগমন বার্ষিক এই মাহফিল কে দিয়েছে ভিন্ন মাত্রা।মাহফিল কে ঘিরে আল্লামা শাহ্ আহমদ শফি’র আগমন উপলক্ষে পুরো জেলা শহরজুড়ে ব্যানার ফেস্টুন আর তোরণ নির্মাণ করা হয়েছে,যা সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করেছে।মাহফিলে অংশ নেয়ার আহবান জানিয়ে দিনরাত কয়েকটি গাড়ি দিয়ে মাইকিং করা হয়েছে।মাহফিলে আগত ধর্মপ্রান মুসল্লিদের জন্য ১০ থেকে ১৫ টি গবাদি পশু জবাই করে আয়োজন করা হচ্ছে বিশেষ ভোজের।মাহফিল ঘিরে গ্রহণ করা হয়েছে কড়া পুলিশী নিরাপত্তা ব্যাবস্থা।ইসলামী শিক্ষা কেন্দ্র সুত্রে জানা যায়,দিনব্যাপী এই বার্ষিক মাহফিল কে তিনটি আলাদা অধিবেশনে ভাগ করা হয়েছে।শনিবার সকাল দশটায় বান্দরবানের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতি তে আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন শুরু হবে।বান্দরবান পৌরসভার মেয়র,ইসলামী শিক্ষা কেন্দ্র পরিচালনা ও সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলার অতিরিক্ত পুলিশ সুপার দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।জোহরের নামাজের পর শুরু হবে মাহফিলের দ্বিতীয় অধিবেশন।চলবে একটানা মাগরিব নামাজের আগ পর্যন্ত।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও প্রধান ইমাম আল্লামা হাফেজ মুফতী মুহিবুল্লাহ নদভীর সভাপতিত্বে আয়োজিত দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী আব্দুল হালিম বুখারী।মাগরিবের নামাজের পর আকর্ষণ এর কেন্দ্রবিন্দু বার্ষিক মাহফিল এর তৃতীয় অধিবেশন শুরু হবে।ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) বান্দরবান এর পরিচালক মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে আয়োজিত তৃতীয় অধিবেশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী।রাত বারোটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক মাহফিলের সমাপ্তি ঘটবে।এদিকে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রাক্তন ছাত্র ঐক্যপরিষদ সভাপতি হাফেজ আশরাফুর রহমান প্রতিষ্ঠানের সাবেক সকল শিক্ষার্থীকে বার্ষিক মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!