

লামা প্রতিনিধিঃ-লামা উপজেলাস্থ ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা স’মিল ও ইটভাটা সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জ্বালানী হিসেবে ব্যবহৃত বনজ কাঠ জব্দ করে রেঞ্জ কর্মকর্তার নিকট জিম্মা প্রদান করেন এবং অবৈধভাবে গড়ে ওঠা স’মিল মালিক মো: আব্দুল জলিলকে ৫ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ২টি ইটভাটা মালিক হুমায়ুন কবির ও মো:বেলালকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার চিমনী জনসম্মুখে ধ্বংস করা হয়।