

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গ্রামীণ এলাকায় বসবাসরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে সুলভ মুল্যে সোলার প্যানেল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে সরকার।বান্দরবানের প্রত্যন্ত গ্রামে বসবাসকারী আনসার বাহিনীর সদস্যরা যাতে সৌরশক্তি ব্যবহার করে উন্নত জীবন গড়তে পারেন এ জন্যই এ সিন্ধান্ত নেয়া হয়েছে।এছাড়াও গ্রামের আগ্রহী জনগণের মাঝে সোলার প্যানেল বিক্রি করেও কমিশন লাভের সুবিধা ভোগ করতে পারবেন আনসার বাহিনীর সদস্যরা।গত শুক্রবার (৫ জানুয়ারী) বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মনজুর মোর্শেদ ভিডিপির 38 তম প্রতিষ্ঠবার্ষিকী ও সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন।জেলা আনসার ও ভিডিপি অফিসে সকালে অনুষ্ঠিত এ সমাবেশে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করেন।এ সময় আনসার বাহিনীর সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ উপলক্ষ্যে এক র্যালী ভিডিপি অফিস চত্বর থেকে শুরু হযে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশন গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা কমাডেন্ট আরো বলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্স্যরা জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।দেশে পোট্রেল বোমা ও রেল লাইন উপড়ে ফেলার সময় সকল ধরণের সন্ত্রাসী কর্মকান্ড আনসার বাহিনীর সদস্যরা রুখে দিয়ে জাতিকে চরম ক্ষতি থেকে রক্ষা করেছে।জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ গ্রামীন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে।এ বাহিনীর সদস্যরা সরকারের দ্রুত হিসেবে গ্রামীণ এলাকায় উন্নয়ন কাজে অংশীদার হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।