

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-খুলনার কন্ঠের সম্পাদক শেখ রানা ও প্রকাশক ইশরাত ইভার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ উঠেছে।এরই মধ্যে বিভিন্ন সংগঠন এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে।ইশরাত ইভা জানান, খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের নামে দায়েরকৃত তথ্যপ্রযুক্তি আইনে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ রুপেই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।গত বছরের ৫, ৭ ও ২৪ জানুয়ারী ভূমিদস্যু নিয়ে তিন পর্বের সংবাদ প্রকাশ করার জের ধরেই তকদির হোসেন বাবু তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ খালিশপুর থানায় অন্য একজনের আইডি দিয়ে তথ্যপ্রযুক্তি আইনের মিথ্যা মামলা রুজু করেন।মামলায় ফেসবুক আইডি বা মোবাইল ফোনে তার কাছে অর্থ চাওয়া হয়েছে তা সবকিছুই মিথ্যা ও সাজানো।যার কোন কিছুর সাথেই খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের কোন প্রকার সম্পৃক্ততা নেই।এদিকে জনপ্রিয় নিউজ সাইট খুলনার কন্ঠের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বান্দরবান থেকে প্রকাশিত এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের (এটুআই)’র বান্দরবান জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উদ্ভাবনী’২০১৫ পুরষ্কৃত নিউজ সাইট সিএইচটি টাইমস ডটকম সম্পাদক ও প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল।এসময় তিনি দুই সাংবাদিক এর বিরুদ্ধে আনিত সকল মিত্থা মামলা প্রত্যাহার ও হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।