মধ্যবর্তী নির্বাচন নয়,এটি মধ্যবর্তী রসিকতাঃ-(ওবায়দুল কাদের এমপি)


প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০১৭ ২:৩৬ : পূর্বাহ্ণ 722 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সরকারের মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে পূর্ণ বাস্তবায়ন করা হবে বলে দাবি করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি গতকাল (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের পুরাতন রাজবাড়ি মাঠে আয়োজিত বোমাং সার্কেলের শত বছরের ঐতিহ্যবাহী ১৪০তম রাজপূণ্যাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী,পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি,অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুর রাজ্জাক এমপি,সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার জাহাঙ্গীর কবির তালুকদার,জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল শরিফ হোসেন,জেলা দায়রা জজ হ্লা মং,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।খালেদা জিয়ার নোটিসের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,চোরের মার বড় গলা,নোটিসের সত্যতা খালেদা জিয়াকেই প্রমাণ করতে হবে।তা না হলে প্রধানমন্ত্রীসহ পুরো জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে।মধ্যবর্তী নির্বাচনের গুঞ্জন নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন,এটি মধ্যবর্তী রসিকতা।যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।রাজপূন্যাহ উপলক্ষে বোমাং সার্কেলের ৩৭ তম রাজা প্রকৌশলী উচপ্রু বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ি থেকে ঐতিহ্যবাহী পোষাকে পাইক-পেয়াদা,উজির-নাজির ও দূর দুরান্ত থেকে আসা প্রজাদের সাথে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে পুরাতন রাজাবাড়ির মূল অনুষ্ঠানস্থলে যোগ দেন।এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে রাজাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ।শোভাযাত্রায় রাজা বাহাদুরের সাথে অংশ নেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি,অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.আবদুর রাজ্জাক,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি,চট্টগ্রাম সেনা রিজিয়নের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির,বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রধানগণ।বান্দরবান শহরের পুরাতন রাজার মাঠে শুরু হওয়া বোমাং সার্কেলের জুমিয়াদের খাজনা আদায়ের অনুষ্ঠান রাজপূন্যাহ।এসময় বোমাং সার্কেলের ১০৯ টি মৌজার হেডম্যানরা (মৌজা প্রধান) প্রজাদের কাছ থেকে আদায় করা বাৎসরিক খাজনা ও ঐতিহ্যবাহি উপহার রাজার হাতে তুলে দেন।খাজনা আদায় চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত,রাজপূন্যাহ অনুষ্ঠানকে ঘিরে শহরের রাজার মাঠে বসেছে তিন দিনব্যাপী লোকজ মেলা।মেলায় মৃত্যুকুপ,বিচিত্রানুষ্ঠান,যাত্রাপালা,পুতুল নাচসহ বিভিন্ন আয়োজন থাকছে।এসব অনুষ্ঠান দেখতে জেলার প্রত্যন্ত এলাকা থেকে জুমিয়া নারী পুরুষ ভিড় করেছে শহরে।মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।এছাড়াও গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাজপূন্যাহ উপলক্ষে রাজপরিবার অায়োজিত রাজভোজ অনুষ্ঠিত হয়।রাজ পূন্যাহ উপলক্ষে রাজপরিবার অায়োজিত রাজভোজে অংশ নিতে সন্ধ্যার পর থেকে বান্দরবান শহর ছাড়াও দুরদুরান্ত থেকে অাসা অতিথিদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ী।রঙ্গ বেরঙ্গের হরেক রকমের লাল নীল সবুজ বাতিতে জ্বলজ্বল করছিলো রাজবাড়ী।এ যেনো এক বর্ণিল আভিজাত্যের রুচিশীল বহিঃপ্রকাশ।যা নতুন মাত্রা এনে দিয়েছে পুরো জেলাজুড়ে।এসময় রাজভোজে অংশ নেয়া সংবাদ কর্মীদের বরণ করে নেন বোমাং রাজপুুত্র চসিং প্রু চৌধুরী (বনি)।এসময় অতিথিদের অভ্যর্থনা জানাতে ভীষণ ব্যস্ত দেখা যায় রাজার সিপাহী ও রাজ পরিবারের কর্মকর্তাদের।মাছের মুড়ি,মাছ ভাজা,খাসির কোফতা,বাহারি স্বাদের গরুর মাংস,পোলাও ভাত মুরগির মাংস,ডাল,মৌসুমি সবজিসহ নাম না জানা প্রায় ৩২ পদের খাবার দিয়ে ২ সহস্রাধিক রাজ অতিথিকে এসময় অাপ্যায়ন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!