সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এই স্লোগান কে প্রতিপাদ্য করে বাংলাদেশ মানবাধিকার কমিশন,বান্দরবান জেলার নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মাষ্টার গেষ্ট হাউজের পঞ্চম তলার সম্মেলন কক্ষে বান্দরবান জেলা মানবাধিকার কমিশন এর সভাপতি ও বান্দরবানের সাড়াজাগানো বেসরকারি এনজিও এ.কে.এস প্রতিষ্ঠাতা (রাজকন্যা) ডনাই প্রু নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।অনুুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মিঃ লা মং।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচা প্রু মাষ্টার,সাবেক জেলা পরিষদ সদস্য নু শৈ প্রু,বিশিষ্ট মানবাধিকার কর্মী অংচমং মার্মা,৫নং ওয়ার্ড কাউন্সিলর থুই চিং প্রু লুবু,এডভোকেট স্বপন কুমার প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই মুহুর্মুহ করতালি এবং ফুল দিয়ে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি কে বরণ করে নেন কমিশনের জেলা নেতৃবৃন্দরা। বান্দরবান জেলা মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা ও দায়রা জজ উপস্থিত কমিশন নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন,মহান সংবিধানের ১০ম অনুচ্ছেদের ২৬ হইতে ৪৭ অনুচ্ছেদে সব ধরনের মানবাধিকার সমুন্নত রাখতে দিকনির্দেশনা দেয়া হয়েছে।তিনি কমিটির সকল সদস্যদের নির্বিঘ্নে মানব সেবায় কাজ করার আহবান জানান এবং বান্দরবানের জেলা ও দায়রা জজ হিসেবে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।বক্তব্য শেষে তিনি কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা মানবাধিকার কমিশন সভাপতি ডনাই প্রু নেলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবানের জেলা ও দায়রা জজ মিঃ লা মং উপস্থিত হওয়ায় কমিশন এর পক্ষ থেকে প্রধান অতিথি কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পাশাপাশি তিনি কমিশন এর সকলকে মানবাধিকার নিয়ে আন্তরিকভাবে কার্যক্রম চালানোর আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান জেলার নতুন কমিটির সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন করেন।