শনিবার লামায় আসছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি,উপজেলা সম্মেলন ঘিরে বান্দরবান ছাত্রলীগে উৎসবের আমেজ


প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০১৭ ৬:৪১ : পূর্বাহ্ণ 1188 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা ও শহর শাখার সম্মেলনের আয়োজন করা হয়েছে।সম্মেলনের উদ্বোধন করবেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সফল চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।সম্মেলন সফল করার লক্ষ্যে দফায় দফায় বৈঠক ও আলোচনা সভা করছে সম্মেলন প্রস্তুতি নিয়ে গঠিত আহবায়ক কমিটির সদস্যরা।আগামী ১১ নভেম্বর রোজ শনিবার সকাল দশটেয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে,নড়েচড়ে বসেছে আগামীর নেতৃত্ব পেতে মরিয়া লামা উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দরা।সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে একধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো করে নিজেদের অবস্থান জানান দিতে মাঠের রাজনীতিতে যেমন সক্রিয়,ক্ষনে ক্ষনে নিজেদের মধ্যে চালিয়ে যাচ্ছেন মতবিনিময়,গোল টেবিল ও চা চক্রের বৈঠক।ঠিক একইভাবে আগামীর নেতৃত্বে নেতাকর্মীরা কাদের চাচ্ছেন তা নিয়েও চলছে চুলচেরা বিচার বিশ্লেষন,এককথায় বলতে গেলে পদ প্রত্যাশী নেতাদের নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।পদ প্রত্যাশী নেতাদের অনুগত কর্মীরা সামাজিক গনযোগাযোগ মাধ্যম ফেসবুকে চালিয়ে যাচ্ছে পক্ষে বিপক্ষে ব্যাপক প্রচারণা।প্রচার প্রচারণায় উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে মোঃশাহিন এবং মং ক্য হ্লা চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে উভয়েই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান রনি অন্যদিকে শহর ছাত্রলীগের সভাপতি পদে বিপ্লব নাথ ও আবিদ শাহরিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।তাছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির আগমন সম্মেলন কে দিয়েছে ভিন্ন একটি মাত্রা,যেকারনে বান্দরবান জেলার ছাত্রলীগ নেতাকর্মীরাই শুধু নয় সমগ্র বান্দরবান জেলায় রাজনীতির সাথে জড়িত বিএনপি,জামায়াত থেকে শুরু করে জেএসএস ইউপিডিএফ এরমত আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ছোটবড় সর্বস্তরের নেতাকর্মীদের দৃষ্টি এখন লামা উপজেলা ও পৌর শাখার বহুল কাংখিত সম্মেলনের দিকেই।সবার কৌতুহলী মনে একটাই প্রশ্ন সংসদীয় ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা লামা উপজেলা ও শহর শাখার নেতৃত্বে কারা আসছেন।এবিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্মেলনের উদ্বোধক কাওসার সোহাগ এর ভাষ্য,বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উৎরাই পাড়ি দিয়ে সমগ্র এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্তম একটি সংগঠনে পরিণত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের কারনে বর্তমানে দেশের সাধারণ ছাত্রছাত্রীদের প্রথম গন্তব্যে পরিণত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।তিন পার্বত্য জেলার বীর,আলোকিত ব্যাক্তিত্ব,বান্দরবান জেলা ছাত্রলীগের অভিবাবক মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জননন্দিত জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি’র সুচিন্তিত পরামর্শ,দিকনির্দেশনা ও সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলায় ছাত্রলীগের কর্মী সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।এছাড়াও অন্যান্য ছাত্রসংগঠন গুলোর তুলনায় বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রাম সহ স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগের রয়েছে অনবদ্য ভূমিকা।পাশাপাশি সংগঠনের নেতৃত্বে আসার জন্য স্ব স্ব জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির প্রয়োজনীয় সম্মেলন গুলো কেন্দ্রীয় নির্দেশে নিয়মিত আয়োজন করার কারণে বর্তমানে সাধারণ ছাত্রছাত্রীদের আকর্ষণ এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।নেতৃত্ব গঠনে তৃণমূল এর ব্যাপক অংশীদারিত্ব নিশ্চিত হওয়ায় ছাত্রলীগের প্রতি যেকোনও ছাত্রছাত্রীর দুর্বলতা রয়েছে।জেলা সভাপতি আরও বলেন,লামা উপজেলা ও শহর শাখার সম্মেলন সফল করতে বান্দরবান জেলা ছাত্রলীগ বান্দরবান জেলার প্রতিটি সাংগঠনিক কমিটির সাথে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মংচাইন মার্মা বলেন,আশা করি এই সম্মেলন এর মধ্য দিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের রাজনীতিতে নতুন এক মাইলফলক সৃষ্টি হবে।শিক্ষা-শান্তি-প্রগতিতে বিশ্বাসী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর আগমন কে স্বরনীয় করে রাখতে সম্মেলন প্রস্তুতি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির দুই নেতা সম্মেলন সফল করতে সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন।এদিকে গতকাল বুধবার (৮ নভেম্বর) সম্মেলন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করনীয় নির্ধারণ এবং দিকনির্দেশনা দিতে লামা উপজেলায় ঝটিকা সফর করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য উসিং হাই রবিন বাহাদুর।লামা উপজেলা ও শহর ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উসিং হাই রবিন বাহাদুরকে নিয়ে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লামা শহরে প্রবেশ করেন।পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য উসিং হাই রবিন বাহাদুর।এসময় তিনি উপজেলা ও শহর শাখার সকল পদ প্রত্যাশী নেতা ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে সম্মেলন সফলে একযোগে কাজ করার আহবান জানান।নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন,বাংলাদেশ ছাত্রলীগের মতো বৃহৎ ও জনপ্রিয় একটি ছাত্রসংগঠনের নেতৃত্ব পেতে একধরনের প্রতিযোগিতা থাকবে,পক্ষ-বিপক্ষ থাকবে কিন্তু তা যেনো অবশ্যই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিফলিত হয়।সম্মেলনে কোনও প্রকারের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা,সহ্য করা হবেনা।যে বা যারাই শান্তিপূর্ণ ভাবে সম্মেলন শেষ করতে অসহযোগিতা করবে তাদের প্রত্যেক কে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জবাবদিহি করতে হবে।এসময় সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটি সম্মেলন কে কেন্দ্র করে নেয়া সার্বিক প্রস্তুতি সম্পর্কে খুটিনাটি বিষয়াদি কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য  উসিং হাই রবিন বাহাদুরকে অবহিত করেন।ঝটিকা সফরে এসময় বান্দরবান জেলা ছাত্রলীগ সহসভাপতি আশিষ বড়ুয়া,সহসভাপতি মোস্তফা জামান রাশেদ,জেলা ছাত্রলীগ নেতা রাহুল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।সম্মেলন প্রস্তুতি কমিটি সুত্রে জানা যায়,বান্দরবান পার্বত্য জেলার সংসদীয় ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ লামা উপজেলা ও শহর শাখা ছাত্রলীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃইসমাইল সহ বান্দরবান জেলা ও উপজেলা আওয়ামীলীগ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।উপজেলা সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা এবং চায়ের কাপে ঝড় তোলা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃশাহিন এক প্রতিক্রিয়ায় সিএইচটি টাইমস ডটকমকে বলেন,তৃণমূল নেতাকর্মীদের উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে নেতৃত্ব বাছাইয়ে তাঁরা কোনও ভুল করবেনা।আমি আমার জায়গা থেকে সবসময় নেতাকর্মীদের সুখে দুখে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি।আশাকরি তাঁর প্রতিদান আমি কাউন্সিল এর মাধ্যমে পাবো।তৃণমূল থেকে ধাপে ধাপে অনেক কাটখড় পুড়িয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি।আমি গভীরভাবে বিশ্বাস করি কর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা আমার সাথে রয়েছে।লামা উপজেলা ছাত্রলীগ কে ঐক্যবদ্ধ করে বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর নয়নের মণি,চিরসবুজ নেতা বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র হাতকে শক্তিশালী করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!