

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাজবিলা ইউনিয়নের ৩৩০নং হ্লারা মৌজাবাসী,কারবারী,হেডম্যান,স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাজবিলা ইউনিয়নের মনজয় পাড়ায় আজ শুক্রবার মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।৩৩০নং হ্লারা মৌজার হেডম্যান বাবু রাজু মং এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ির উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী,রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু,সদর ইউপি চেয়ারম্যান সাবুখয়,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লাঅং প্রমুখ।সভায় বিভিন্ন পাড়া থেকে আগত পাড়া প্রধান ও শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, “প্রতিটি ঘরে একজন করে হলেও সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলতে হবে এবং সময়ের মূল্য বুঝতে হবে।সু-শিক্ষিতরাই সমাজ,জাতি তথা দেশের আগামীর ভবিষ্যত”।মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,আওয়ামীলীগ সরকারের সময়ে বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ সুবিধা পেয়েছে।চেয়ারম্যান ক্য শৈহ্লা মহোদয়ের কারনে আমরা বিনামূল্যে বই,মাসিক বৃত্তি ও বিভিন্ন শিক্ষা সামগ্রী পেয়ে থাকি যা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে।এসময় প্রধান অতিথি এলাকার জনসাধারণের বিভিন্ন অভাব অভিযোগ এর কথা শুনেন এবং তাদের দাবীর পরিপেক্ষিতে মনজয় পাড়া,হাপিগ্যাই পাড়া,চোসাক পাড়া,ম্রুংখ্যং মুখ পাড়ায় ফুট ব্রীজ,সিঁড়ি,গাড়ি চলাচলের উপযোগী সড়ক,উপাসনালয়,স্কুলের বাউন্ডারি দেয়াল ও শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।