

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তাঁর পরিবার নিয়ে বিএনপি’র করা কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে বান্দরবান জেলা যুবলীগ এর উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৩টায় বান্দরবান জেলা যুবলীগ আহবায়ক মো:হোসেন এর নেতৃত্ত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব ভবনের সামনে এসে শেষ হয়।পরে বান্দরবান জেলা প্রেসক্লাব ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা যুবলীগ আহবায়ক মোঃহোসেন এর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।সমাবেশের সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ওমর ফারুক।এসময় জেলা যুবলীগ,পৌর যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।