

মোঃএরশাদ আলম,লোহাগাড়া (প্রতিনিধি):-বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ৪ই নভেম্বর (শনিবার) বিকেল ৫টায় সড়ক পথে কক্সবাজার যাওয়ার সময় লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বটতলি মটর ষ্টেশনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে যোগ দেন।লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন,উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম ১৫ লোহাগাড়া-সাতকানিয়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা নেজাম উদ্দিন নদভী এমপি।দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ,সহ-সভাপতি চট্টগ্রাম জেলা পি পি এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান,আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, মামুনর রশিদ মামুন,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মুহাম্মদ ফারুক,উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,যুগ্ন-অাহবায়ক ফজলে এলাহি আরজু,আব্দুল হান্নান মুহাম্মদ ফারুক শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক নুরুল হক (নুনু) সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং জেলা,উপজেলা সহ প্রত্যেক ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতু মন্ত্রী,প্রায় ২০মিনিট বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথি’র বক্তব্যে তিনি নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি নেওয়ার জন্যে বলেন এবং কোন গ্রুপিং ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।এসময় নেতাকর্মীদের শ্লোগান থামিয়ে তিনি বলেন অমুক ভাই তমুক ভাইয়ের শ্লোগান না দিয়ে প্রধানমন্ত্রীর শ্লোগান ধরুন,কোন ভাই জনপ্রিয় তা নির্বাচন আসলে বুঝা যাবে এবং দল তাকে নমিনেশন দিবে,আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে ঐক্যবদ্ধ ভাবে তোমরা তাকেই বিজয় করবে।বক্তব্য শেষে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।