

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় শুক্রবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র অনুষ্ঠানে অংশগ্রহণে মাধ্যমে উৎসাহ উদীপনায় ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৮টায় থেকে শুরু হয়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথম পর্বে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদানে মাধ্যমে পিন্ডদান সম্পাদন করেন।দানোত্তম কঠিন চীবর দানের বেসান্তর রাজার দানে অংশ স্বেত হস্তি প্রতিরূপ তৈরি করে দান করা হয়।এই হল আদিবাসীর বৌদ্ধদের শ্রেষ্ঠ দান,যে দান সারা বছরে এক বার করা যায়।এসময় সাথে বিভিন্ন দানাদি দানে বস্তুসহ দিনব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ: উত্তরা মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিঞামুখ পাড়া বিহার অধ্যক্ষ,হাংতুখ্রি পাড়া বিহার অধ্যক্ষ,রোয়াংছড়ি কেন্দ্রীয় বিহারে উপধ্যক্ষ উ: পঞ্ানাইন্দ মহাথের,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,সদস্য ¤্রাসা খিয়াং,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:দিদারুল আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পরিষদের সদস্য তিংতিংম্যা মারমা,পার্র্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,আওয়ামীলীগের সভাপতি ও রোয়াংছড়ি সদর ১নং ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা,রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওমর আলীসহ প্রমুখ।রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রতিবছরের ন্যায় এবারেও বৌদ্ধ ধর্মে অনুসারীদের ৩মাস ব্যাপি বর্ষবাসরত ভিক্ষুদের জন্য কঠিন চীবর দানুষ্ঠানের হাজারও ধর্মপ্রাণ অংশগ্রহণের মাধ্যমে জাকজমকভাবে সমাপ্ত হয় এবারের কঠিন চীবর দান অনুষ্টান।