লামায় সাংবাদিকদের সাথে ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিমিয়


প্রকাশের সময় :১ নভেম্বর, ২০১৭ ৭:৫৩ : অপরাহ্ণ 594 Views

মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে লামা কর্মরত সকল সাংবাদিকের সাথে মতবিনিময় করেছে সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দরা।বুধবার বিকেলে লামা কুটুমবাড়ি কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।এসময় ছাত্রলীগের পক্ষে আরো উপস্থিত ছিলেন,সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক মো.আলমগীর হোসেন,মো. জহির উদ্দিন,মো.মাহামুদুল হাসান,সদস্য সচিব মংচাইন মার্মা,সদস্য সাইফুল ইসলাম,বাসিদ হোসেন ও নুরুন্নবী সবুজ।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,সমকাল প্রতিনিধি প্রিয়দর্শি বড়–য়া,ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন,লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম,মানবজমিন প্রতিনিধি মো.তৈয়ব আলী,প্রথমআলো প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন,ডেসটিনি স্টাফ রিপোটার আবুল কাসেম,দৈনিক জনতা প্রতিনিধি শাহাব উদ্দিন,খোলা কাগজ প্রতিনিধি বেলাল আহমদ সহ লামার কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।তারপর সাংবাদিক ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে তাদের মতামত উপস্থাপন করে।ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয় আগামী ১১ নভেম্বর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা উপস্থিত থাকবেন।
বর্তমান লামা ছাত্রলীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বলেন,১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার,শিক্ষার অধিকার,বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা,দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান,সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!