কমিউনিটি পুলিশের আইজিপি এওয়ার্ড পেলেন লক্ষীপদ দাশ


প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০১৭ ৭:৪৮ : পূর্বাহ্ণ 730 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জঙ্গীবাদ প্রতিরোধ,সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে সোচ্চারসহ জেলার কমিউনিটি পুলিশিং এ বিভিন্ন কৃতিত্বপূর্ন অবদান রাখায় জন্য বান্দরবানে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে আইজিপি এওয়ার্ড প্রদান করা হয়েছে।গতকাল শনিবার সকালে বান্দরবান কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কতিক ইনস্টিটিউটের হলরুমে এক অনুষ্ঠানে এই এওয়ার্ড দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা লক্ষীপদ দাশের হাতে এই এওয়ার্ড তুলে দেন।এসময় অনুষ্টানে আরো উপস্থিত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈবাল চক্রবর্তী,অতিরিক্ত পুুলিশ সুপার মো:কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মংক্যচিং চৌধুরী,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রফিকউল্লাহসহ প্রমুখ।আয়োজকের জানান,এবছরই প্রথমবারের মত বিভিন্ন কৃতিত্বপূর্ন অবদান রাখার জন্য পুরো বান্দরবান জেলা থেকে লক্ষীপদ দাশকে এই আইজিপি এওয়ার্ড প্রদান করা হয়েছে।এদিকে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনসহ এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া লক্ষীপদ দাশকে বান্দরবান পুলিশের পক্ষ থেকে এই এওয়ার্ড প্রদান করায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।(((সিএইচটি টুডে)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!