

মোঃজিহানুর রহমান চৌধুরী (চটগ্রাম) প্রতিনিধিঃ-দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় সংগঠন “লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম”র অভিষেক ও বার্ষিক সভা অত্র সংগঠনের উপদেষ্টা ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি জনাব আলহাজ্ব আব্বাসউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃআবু ছিদ্দিক ও ভাষ্যকার শিহাবের যৌথ সঞ্চালনায় গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫ টায় আমিরাদস্থ একটি সেমিনার হলে অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য দেন তরুণ সংগঠক,লোহাগাড়া তরুণ এক্য ফোরামের প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল হাসানুজ্জামান মোল্যা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহজাহান পিপিএম (বার),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সিটি হাসপাতাল লি:ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ,ব্যাংকার ও সংগঠনের উপদেষ্টা মোজাহিদ হোসাইন,সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃশহিদ হোসেন,সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন শিহাব,কিল্লারর আন্দর ব্লাড ব্যাংকের পরিচালক মো:রাকিবুল হাসান,যুগ্ম সম্পাদক কাইয়াস উদ্দিন, প্রচার সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক নুরে তজল্লী,সমাজ কল্যাণ সম্পাদক মিজান,নির্বাহী সদস্য তওহিদুল ইসলাম ছগির, মো:সোহেল,জাবেদ হোসেন,লাবিব,নাজমুস সাকিব সহ সংগঠনের সদস্যবৃন্দ।