

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন,ল্যাবসমূহের সুষ্ঠ ব্যবহার,নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বান্দরবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,সহকারী কমিশনার ইকতেখারুল ইসলাম,শামীম হুসাইন,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন,মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে দক্ষ শিক্ষক তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন বিকল্প নেই।এসময় বক্তারা আরো বলেন,শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ তথা ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব।এসময় বক্তারা,শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠ ব্যবহার,নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের লক্ষে প্রতিটি বিদ্যালয়ের প্রধানদের আরো অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান।