

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-একটি নিখোঁজ সংবাদ।কালাচাঁন প্রকাশ চান্দু দাশ,পিতা মৃত হরিরন্জন দাশ,আনুমানিক বয়স ৪৮ বছর,গ্রামঃ- আফজল নগর,থানাঃ-সাতকানিয়া,পোস্ট অফিসঃ-ফকিরহাট জেলা চট্টগ্রাম গত ৫ মার্চ আনোয়ারা থেকে আফজল নগরের বাড়িতে আসার পথে নিখোঁজ হয়।নিখোঁজ হওয়ার পর সাতকানিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে।কোনও সুহ্নদয় ব্যাক্তি উনার সংবাদ পেলে দয়াকরে নিম্মবর্নীত মোবাইল নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছেঃ- 01825-673841/01864-656100