

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ এপ্রিল (শ্রুক্রবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যানে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আর সাংগঠনিক কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। এসময় তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে আবার নবজাগরণে আগামী ১৯এপ্রিল (শনিবার) দুপুরে বান্দরবান রাজারমাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, আর এই কর্মী ও সুধী সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিক সমাজের দায়িত্ব অপরিসীম।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।এসময় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান,চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী,চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানসহ চট্টগ্রাম,খাগড়াছড়ি,রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা কর্মী ও সুধী সমাবেশ উপস্থিত থাকবেন বলে তিনি নিশ্চিত করেন।