নানা আয়োজনে বান্দরবান পৌরসভার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৫ ৩:১১ : পূর্বাহ্ণ 6 Views

নানা আয়োজনে বান্দরবান পৌরসভার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বান্দরবান পৌরসভা দিবস-৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খতমে কোরআন,বেলুন উড়ানো,বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবস উদযাপিত হয়।

দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম।এসময় বীরমুক্তিযোদ্ধা (অব:) ক্যাপ্টেন তারু মিয়াসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।এছাড়াও বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিন বান্দরবান পৌরসভার উদ্যোগ একটি ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক আল মঈন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।এতে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!