

বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে।সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.সেলিম উদ্দিন।এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলাম বান্দরবান জেলা আমীর বিশিষ্ট লেখক আব্দুস সালাম আজাদ।যাকাতের গুরুত্ব ও ভূমিকা বিষয়ে আলোচনা পেশ করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক আল মুঈন।যাকাতের গুরুত্ব শীর্ষক তথ্য বহুল আলোচনা পেশ করেন বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর পেশ ইমাম মাওলানা রাশেদুল হক,বান্দরবান সদর উপজেলা পরিষদ মসজিদ খতিব মাওলানা শহিদুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের সমাজসেবক আলহাজ্ব ইসলাম কোম্পানিসহ বিভিন্ন শ্রেনীপেশার নাগরিক ও দপ্তরের প্রতিনিধিরা।সেমিনারে বক্তারা বলেন,যাকাত গরিব,মিসকিন ও অসহায়দের সাহায্য করে যা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়।সম্পদের পুনর্বন্টন এটি সমাজের ধনী ও গরিবের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করে,যা অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে।ইসলামে যাকাত শুধুমাত্র একটি আর্থিক দানে পরিণত হয়নি এটি এক ধরনের সমাজের কল্যাণে কাজ করার মাধ্যম।এর মাধ্যমে সমাজে সম্পদ বৈষম্য কমানো সম্ভব এবং সমাজের অভ্যন্তরীণ শান্তি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়।