

বান্দরবানে শিশু বলাৎকার মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।পুলিশ জানায়,বান্দরবান সদর থানার সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাইচতলী এলাকার দারুল উলম ইসলামীয় হেফজখানা ও এমিতখানায় আব্দুর রহিম এর ৮বৎসর বয়সী এক শিশু সন্তান আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করে।
গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় সময় মাদ্রাসার শিক্ষক চট্টগ্রামের আনোয়ারা থানার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম এর ছেলে মুহাম্মদ মোস্তার সোহাগ ভিকটিম শিশুকে তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ (বলাৎকার) করে এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য শিশুটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।পরদিন ভিকটিম শিশুটি ঘটনার বিষয়টি তার মাকে অবহিত করলে ঘটনা জানাজানি হয়।পরে ঘটনা জানাজানি হলে আসামি মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম অ্যান্ড অপস) জানান,এই ঘটনায় পরে বান্দরবান সদর থানায় একটি মামলা রুজু হয় এবং পুলিশ আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে।পুলিশের অভিযানিক টিম অভিযান চালিয়ে ৩ মার্চ দুপুরে চট্টগ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে।পরে আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।