বান্দরবানে পালিত হলো জাতীয় ভোটার দিবস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৫ ২:২২ : পূর্বাহ্ণ 73 Views

“তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে রবিবার (২মার্চ) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকে প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।পরে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে মুল ফটকে অবস্থান করে।এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে গিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের পট পরিবর্তন হয়েছে আর ভোটাররা তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে। আওয়মীলীগ সরকারের দোসররা দেশে ভোট ব্যবস্থাকে ধংস করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছিল আর তারা দিনের ভোট রাতে করে তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।এসময় বক্তারা, জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আবার নতুনভাবে উজ্বীবিত হয়ে ভোটারদের ভোট প্রদানের আহবান জানান এবং যারা এখনো ভোটার হয়নি তাদের দ্রুত ভোটার নিবন্ধন করার আহবান জানান।এসময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পার্বত্য জেলা পরিষদের সদস্য আবুল কালাম,জেলা জামায়েত ইসলামীর আমীর আব্দুছ সালাম আদাজ,বিএনপির যুগ্ন আহবায়ক মো.মুজিবুর রশীদ,জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাৎ হোসেন,সদর উপজেলা নির্বাচন অফিসার মো.শহিদুল ইসলামসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!