

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন,এই দেশের জন্য যুবকদের অবদান অপরিসীম।ছাত্র এবং যুবকরাই নতুন দ্বার উন্মোচন করেছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে যুবকরা অকাতরে প্রাণ দিয়েছে এবং যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি,সহসাই আহতরা যেন আরোগ্য লাভ করে সেই প্রত্যাশা কামনা করি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গ্রাউস বান্দরবানের বাস্তবায়নে রুপান্তরের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ আস্থা নাগরিক প্লাটফর্মের আয়োজনে দিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্পেইন ২০২৫’ এর উদ্বোধনী ভাষনে এমন মন্তব্য করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,আজকের যুবক-যুবতীরা আগামী দিনের দেশের কর্ণধার,তারা দেশ পরিচালনা করবে,দেশের উন্নয়নে শরীক হবে,আমাদের জেলা পরিষদের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখবে।এই যুবকরাই শান্তি প্রতিষ্টা করবে।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আরো বলেন,বান্দরবান পার্বত্য জেলা বাংলাদেশের একটি অবিছেদ্দ্য অংশ,এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর শান্তির ব্যতি রেখে এখানে কোন উন্নয়ন কাজ আমরা করতে পারবো না।এসময় তিনি বান্দরবানের ৭ উপজেলায় শান্তির সুবাতাস যাতে অক্ষুন্ন থাকে সেজন্য যুব সমাজকে সঠিকভাবে কাজ করার আহবান জানান।
উদ্বোধনী ভাষন শেষে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও অতিথিরা মিলে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনের শুভ সুচনা করেন।পরে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে “আস্থার দীপ্তি,তারুণ্যের শক্তি” এই শ্লোগানে শুরু হয় এক আলোচনা সভা।
গ্রাউস এর নির্বাহী পরিচালক চাই সিং মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা,ম্যা ম্যা নু মারমা,মো.নাছির উদ্দিন,জেলা নাগরিক প্লাটফমের সভাপতি অং চ মং মারমা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ,গ্রাউস এর উপ নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের উদ্যোশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।এসময় রোয়াংছড়ি,রুমা,থানচি,লামা,আলিকদম,নাইক্ষংছড়ি এবং বান্দরবান সদর উপজেলার আস্থা নাগরিক প্লাটফর্মের যুব সদস্য এবং জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ‘ইয়ুথ ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে আদিবাসীদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোষাক,অলংকার ও ব্যবহারের সামগ্রীর পাশাপাশি বিলুপ্ত প্রায় বিভিন্ন সামগ্রীর স্টল নিয়ে যুব গ্রুপের সদস্যরা অংশ নেয় আর আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সামিল হয় সকলে।দীর্ঘদিন পরে আস্থা নাগরিক প্লাটফর্মের যুব সদস্য এবং জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যদের অংশগ্রহণে এমন মনোমুগ্ধকর আয়োজন সকলের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এনেছে।এমন আয়োজনে খুশি আয়োজকসহ সকল অতিথিরা।